আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুর এর ব্যবস্থাপনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ২৮ তম জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রংপুর জেলার ৩৮টি মাদ্রাসার প্রায় ৪৫০ জন ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম এবং হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন মারকাজুল হুজ্জাজ্ব এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আহসান হামিদ(কাঁকন জুয়েলার্স)
সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন(জনতা ট্রেডিং)সহ আলহাজ্ব রোস্তম আলী হাওলাদার(ঢাকা লাইট হাউস) আলহাজ্ব মোহাশীন আলী(শিশু মেলা) আলহাজ্ব লিয়াকত আলী(মুন ফার্মেসী) আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামরুল হুদা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু(বধুয়া জুয়েলার্স)
আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবুল হোসেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফয়জার রহমান, আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, মুফতী কাওছার আহমেদ সহ অসংখ্য শুভাকাঙ্খী।