আমরা জানি, ইতোমধ্যে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ যুদ্ধে ইজরাইলের মিত্রশক্তি সর্বোচ্চ দ্রুততায় তাদের সামরিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা জোগান দিয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের মুসলিমদের অবস্থান এক্ষেত্রে একেবারে দুর্বল। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে জায়োনিস্টদের এই ভয়াবহ যুদ্ধের ঘোষণাকে মুসলিমরা কিভাবে গ্রহণ করেছেন তা আল্লাহ তা‘আলাই ভালো জানেন! তবে শুধুমাত্র মৌখিক সহযোগিতা ও বক্তব্যের মাধ্যমে সমর্থন দেখানো এ যুদ্ধের জন্য যথেষ্ট নয়।
আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে গাযা পরিপূর্ণ অগ্নিনরকে পরিণত হয়েছে। হতাহতের সংখ্যা অগণিত, অসংখ্য; যা বলার অবকাশ রাখে না। নির্বিচারে নিরীহ, নিরপরাধ সাধারণ মানুষ, এমনকি হাসপাতালে পর্যন্ত বিমান হামলা করা হচ্ছে; যা ভয়ংকর মানবতা বিরোধী অপরাধ৷ এ বিষয়ে আমাদের প্রতিবাদ জানানো উচিত। পাশাপাশি আল্লাহ তা‘আলার কাছে শত্রুদের বিরুদ্ধে আমাদের স্পষ্টভাবে বদ দু‘আ এবং কুনুতে নাযেলা পাঠ করা দরকার।
আমরা আশা করি এ বিষয়ে মুসলিম উম্মাহর আলেমগণ সচেতন হবেন এবং সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ফিলিস্তিনের মুসলিমদের জন্য সাহায্য, নিরাপত্তা ও আল্লাহর পক্ষ থেকে উত্তম সমাধানের পথ নির্ধারিত হওয়ার জন্য দু‘আ করবেন৷ আল্লাহ তা‘আলা আমাদের ফিলিস্তিনি ভাইদের হিফাযত করুন। যুদ্ধে তাদের সাবেত কদম রাখুন, দৃঢ়তার সাথে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তাওফীক্ব
দান করুন। আমীন!
ড. মুহাম্মাদ সাইফুল্লাহ,
২৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী,
১১ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ।