নেতৃত্বকে সরান! ইউক্রেনীয় সেনাদের উদ্দেশে বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নেটমাধ্যমে পেট্রল বোমা তৈরির কৌশল জানিয়ে নাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়েছে। মন্ত্রকের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো বলেন, ‘‘যাঁরা অস্ত্র নিয়ে আমাদের রাজধানী রক্ষা করতে চান এমন স্বেচ্ছাসেবকদের হাতে ১৮ হাজার মেশিনগান তুলে দেওয়া হয়েছে।’’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি ইউক্রেন সেনাদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি বলেন,‘‘নেতৃত্বকে ক্ষমতা থেকে সরান। আমরা আপনাদের জন্য সুদিন নিয়ে আসছি।’’

এ দিকে রাশিয়ার সেনা কিভের দিকে অগ্রসর হতে ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে রাজধানী রক্ষার স্বার্থে অস্ত্র হাতে তুলে নেওয়ার। রুশসেনার গতিবিধির উপর নজর রাখার জন্য কিভের বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নেটমাধ্যমে পেট্রল বোমা তৈরির কৌশল জানিয়ে নাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়েছে। মন্ত্রকের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো বলেন, ‘‘যাঁরা অস্ত্র নিয়ে আমাদের রাজধানী রক্ষা করতে চান এমন স্বেচ্ছাসেবকদের হাতে ১৮ হাজার মেশিনগান তুলে দেওয়া হয়েছে।’’

পাশাপাশি নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘‘রাজধানী রক্ষা করার জন্য ইউক্রেনের সেনারা ক‌‌ৌশলগত অবস্থান নিচ্ছে। নাগরিকদের অনুরোধ নিরাপত্তার স্বার্থে তাঁরা যেন এই ছবি না তোলেন।’’

বৃহস্পতিবার থেকে কিভের দিকে অগ্রসর হতে শুরু করে রুশ সেনা। কিভ থেকে সাত কিলোমিটার দূরে একটি এয়ারড্রোম দখল করছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে ওই এলাকায় প্রায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, তবে রাশিয়ার কোনও ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *